• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

যৌন আক্রমণ আর না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে ক্রমাগত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দাতা সংস্থা একশনএইড-বাংলাদেশ’র সহযোগিতায় ও সাতক্ষীরায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ, শারি, সুনামসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত এর সঞ্চালনায় ’আমরাই পারি’ সাতক্ষীরা জেলা জোটের চেয়ারম্যান শিক্ষাবিদ আবদুল হামিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ সুভাস সরকার, আ: সবুর বিশ্বাস, লুইস রানা গাইন, অপরেশ পাল, জ্যোস্না দত্ত, আবুল কালাম আজাদ,আনিসুর রহিম, আব্দুল আহাদ, প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৯ সালের জানুয়ারি-জুন পর্যন্ত সারা দেশে ৬৩০ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। যা রীতিমতো উদ্বেগজনক। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ জনকে। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন আরো ৭ জন। ধর্ষণের চেষ্টা হয়েছে ১০৫ জন নারীর উপর। যৌন হয়রানির শিকার হয়েছেন ১২৭ জন, এর মধ্যে আত্মহত্যা করেছেন ৮ জন। ধর্ষণের প্রতিবাদ করায় খুন হয়েছে ৩ জন নারী ও ২ জন পুরুষকে।

বক্তারা এ সময় সারা দেশে ক্রমাগত নারী ও শিশু নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা